• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সাংবাদিক তুরাব হত্যা মামলায় সাবেক ওসি মঈন উদ্দিন গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করেছে বিজিবি ট্রাস্কফোর্স।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মু. সাদরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সদস্যরা পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনকে ভোর রাতে আটকের পর থানায় হস্তান্তর করেছেন।

মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টার বাড়ীতে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে- খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালান ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন।

অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন সিলেটে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গত ১৯ জুলাই নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের সদস্যরা সাংবাদিক এটিএম তুরাবকে সরাসরি গুলিবর্ষণ করেন। এ হত্যাকাণ্ডে এসএমপির কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মঈন উদ্দিন। তিনি মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট ও কোতোয়ালি থানার ওসির দায়িত্ব পালনকালে মঈন উদ্দিন চিনি চোরাচালানে সম্পৃক্ত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

গণঅভ্যুত্থানের পর থেকে ওসি মঈন উদ্দিন সিলেট থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ