করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে খেলার মাঠ দখল মুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:
অপরিকল্পিত নগরায়ন ও দখলের কারণে হবিগঞ্জ শহরের অসংখ্য হারিয়ে যাওয়া খেলার মাঠ দ্রুত দখলমুক্ত, সুরক্ষা ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও প্রাক্তণ খেলোয়াড়রা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিন্টু রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, জেলা ফুটবল টিমের কোচ আজিজুর রহমান আজিজ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন ও দখলের কারণে হবিগঞ্জ শহরসহ সারাদেশে অসংখ্য খেলার মাঠ হারিয়ে গেছে। যুব সমাজ আজ খেলার মাঠের অভাবে মোবাইলে আসক্ত হওয়াসহ বিপদগামী হয়ে উঠছে। তাই দ্রুত খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কার করা প্রয়োজন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ