সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আন্দোলনকারীদের সংবর্ধনা দিয়েছে মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট।
বৃহস্পতিবার বিকেলে মিরপুর ইসলামি একাডেমি অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রভাষক ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আইয়ূব আলী, একই কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের রেক্টর প্রভাষক ছাদিকুর রহমান, একই কলেজের ক্রীড়া শিক্ষক ও সানসাইন মডেল হাই স্কুলের সভাপতি হেকিম খুর্শেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শামছুদ্দিন,বাহুবল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মিরপুর ইসলামি একাডেমির ৫ম শ্রেণির ছাত্র আশরাফ ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফায়েল আহমদ, সায়েম আহমদ চয়ন, হাফিজুর রহমান শাওন, ফয়সল আহমদ, রায়হান আখনঞ্জী।
অনুষ্ঠান শেষে মিরপুর ইসলামি একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সকল ক্লাসের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।