• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর জীবনাদর্শ অনুকরণীয় 

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :
 জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় মহানবীর জীবনাদর্শ সবার জন্য অনুকরণীয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জহুর চান বিবি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্বেরাত, হামদ-নাত, মহানবীর জীবনী ভিত্তিক  কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাধ্যমে জহুর চান বিবি মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে সোমবার(১৬ সেপ্টেম্বর)।
ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানবীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,  প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক তাঈবা সুলতানা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আরিফুর রহমান,  প্রভাষক কাজী শেফা, প্রভাষক সুবর্না সাহা, প্রভাষক  মিনার হোসেন, প্রভাষক মমতাজ জাহান, প্রভাষক মো. রকিবুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ