শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের কানাইঘাট দনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে বাংলাদেশের অভ্যন্তর থেকে দুই যুবকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে দুইটার দিকে দনা সীমান্তের ১৩৩৩ মেইন ফিলার হতে সীমান্তের ১৫০ গজ ভিতর থেকে বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জে জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের বাবলু হোসেনের ছেলে লিয়াকত শেখ। আটককালে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রুপি উদ্ধার করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।