শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: গত ২১ আগস্ট হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের খোয়াই নদীর উপর রেলব্রীজে গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে। দুই দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের ভারপ্রাপ্ত মাষ্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান- বেলা ১১টায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস নিয়মিত শিডিউল অনুযায়ী রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে। আশাকরি নির্ধারিত সময়েই শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন ছেড়ে যাবে সিলেটের উদ্দেশ্যে।
এদিকে গত ২৪ ঘন্টায় খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে যাচ্ছে। নদীর জালালাবাদা অংশে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার পর এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাঈন বলেন, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। নদীর পানি এখন বিপদমুক্ত রয়েছে। ভারত থেকে পানি না ছাড়লে আমাদের খোয়াই নদী শান্ত থাকে।