করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে ৮২টি অবৈধ রিং জাল উদ্ধার, জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: “রেণু পোনা নিধন বন্ধ করি,মৎস্য সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলছে প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় অভিযান। এরই ধারাবাহিকতায় নাসিরনগর সদর বাজারে অভিযান চালিয়ে ৮২টি অবৈধ চায়না রিং জাল উদ্ধার ও ৩ জনকে জরিমানাসহ ৩টি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

 

সোমবার(১৫ জুলাই) বিকালে উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: রবিউস সারোয়ার।

 

নাসিরনগর সদর বাজারে অবৈধ চায়না রিং জাল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে নাসিরনগর ফায়ার সার্ভিস সংলগ্ন বাজারে তিনটি গোডাউন থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৮২ পিস রিং জাল উদ্ধার করা হয় এবং বিক্রিয় সময় মো: সাফি মিয়া,হান্নান মিয়া ও শাহ আলমকে আটক করে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃত রিং জালের মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরফিন ও নাসিরনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: রবিউস সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনটি গোডাউন থেকে ৮২টি অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ রিং জাল মজুদ করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তিন ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তিনটি গোডাউন সিলগালা করে দেয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ