• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে ফুটবল খেলায় সংঘর্ষে আহত ১০

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় দুইদল খেলোয়াড়দের মাঝে বাকবিতণ্ডায় ত্রিমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এসময় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল খেলার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন – উপজেলার উবাহাটা ইউনিয়নের ইমরান মিয়া (১৬), ওয়াজিদুর রহমান (১৭), আনোয়ার (১৮), সাইফুল ইসলাম (২০) বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় ৩য় দিনের খেলায় অংশগ্রহণ করে চুনারুঘাট পৌরসভা বনাম ৭নং উবাহাটা ইউনিয়ন। খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভুলবোঝাবুঝি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর দু’দলের খেলোয়াড়দের সমাধান করে পুনরায় খেলা শুরু হয়। খেলা শেষে বিক্ষুব্দ খেলোয়াড়সহ তাদের সমর্থকরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় চুনারুঘাটের সকল প্রকার যানবাহন আটক করে দেয় এবং পৌর শহরের লোকজনকে মারধর করে । এসময় তাদের হামলায় সাধারণ জনসাধারণ সিএনজি শ্রমিকসহ মমিনপুরের সৈয়দ নবাব আলীর পুত্র শ্রমিক নেতা সৈয়দ লিংকন(২৫) কে বেধড়ক পিঠিয়ে গুরুতর জখম করে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নতুন ব্রিজ এলাকায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং বিচারের আস্ব্যস্থ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ