করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে এসএমই পণ্য মেলা মঙ্গলবার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

নিজস্ব প্রতিনিধি,সিলেট : এসএমই ফাউণ্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণ সহায়তা প্রদানের নিমিত্তে বিভাগীয় পর্যায়ে  ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষে  সিলেটে শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় উদ্বোধন হবে এ মেলা। ২৬-৩০এপ্রিল ৫দিন ব্যাপী রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে প্রতিদিন সকাল ১০ টা থেকেরিাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় মোট ৫০টি স্টল থাকবে। এর মধ্যে ২৭টি স্টল থাকবে সিলেটের। এ ছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তাদের স্টল থাকবে।

 

সিলেট জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডেশন এবং  বিসিক ‘সিলেট এসএমই পণ্য মেলা-১৬’ আয়োজনে যৌথভাবে কাজ করছে। এ ছাড়া সিলেট চেম্বার, সিলেট মেট্ট্রোপলিটন চেম্বার, সিলেট উইমেন চেম্বার, বিসিক, নাসিব ও সংশ্লিষ্ট ট্রেড বডিজ মেলার স্টল বরাদ্দসহ সার্বিক আয়োজনে ওতোপ্রোতভাবে জড়িত রয়েছে।

মেলা উপলক্ষে সোমবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী মেলা আয়োজনে বিস্তারিত তুলে ধরেন।

 

তিনি জানান, মেলায় মোট ৫০টি স্টল থাকবে। এর মধ্যে ২৭টি স্টল থাকবে সিলেটের। বাকিগুলো অন্যান্য অঞ্চলের। মেলার উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: কামরুল আহসান, বাংলাদেশ ব্যাংকের নির্বার্হী পরিচালক মো: মোসলেম উদ্দিন। সভাপতিত্বে করবেন সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ