• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

খেলাধূলাই পারে তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ধুমপায়ী শুধু নিজেই নয়, একজনের ধুমপানের কারণে ক্ষতিগ্রস্ত হন তার আশপাশের মানুষও। ধূমপান ও মাদক সেবন তরুণদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দেশের চলমান অগ্রগতি অব্যাহত রাখতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশে খেলাধূলার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি আরো বলেন, খেলাধূলাই পারে তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে। এদেরকে মাদক থেকে দূরে না থাকলে দেশের অগ্রগতি ব্যহত হবে। অনেক প্রতিভা লুকিয়ে আছে গ্রাম-বাংলায়। এই সকল প্রতিভান খেলোয়াড়দের খুঁজে বের করতে ফুটবল খেলার আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর উদ্দেশ্য হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য সকলকে আন্তরিক থাকতে হবে। বিশেষ করে আমাদের তরুণ সমাজ যাতে সঠিক শিক্ষা অর্জন করতে পারে সেজন্য সকলকে একযোগে কাজ করা প্রয়োজন। তরুণ সমাজকে সবধরণের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধূলার প্রতি আগ্রহী করে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ নেয়। গতকাল ফাইনালে মুখোমুখি হয় তেঘরিয়া ও নিজামপুর ইউনিয়ন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিজামপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেঘরিয়া ইউনিয়ন দল। খেলা শেষে এমপি আবু জাহির এর হাত থেকে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনু মিয়াসহ খেলোয়াররা চ্যাম্পিয়ন ট্রফি এবং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজসহ খেলোয়াড়েরা রানার্সআপ ট্রফি গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ