শনিবার, ১০ মে ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের(প্রাছাস) আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ হল রুমে প্রাছাসের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মো: মহিউদ্দিন চৌধুরী শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আকতার,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,প্রাছাসের প্রধান উপদেষ্ঠা ও সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল, প্রাছাসের সাবেক সভাপতি ও উপদেষ্ঠা কে.এম.খালেদ,,মো: জসিম উদ্দিন,আমিনুল ইসলাম বেলায়েত,সাবেক আহবায়ক ও উপদেষ্টা হুসাইন আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহবুবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন প্রাছাসের যুগ্ম সম্পাদক মো: আশরাফুল ইসলাম,মোসাব্বির আহমেদ,সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ,প্রস্তুতি কমিটির আহবায়ক মিসির উদ্দিন মাষ্টার,ইঞ্জিনিয়ার সোহাগ মিয়া,মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ প্রমূখ। এসময় সংগঠনের উপদেষ্টা,কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,প্রাছাসের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট লিয়াকত আলী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা এবং ২০২৩ সালের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গোকর্ণ ও পূর্বভাগ ইউনিয়নের ১৬ জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,প্রাছাসের প্রয়াত ১০ জন সদস্যদের স্মরণ সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।