শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক:
১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই এক ওপেনারকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আরেক ওপেনার লিটন কুমার দাস হাল ধরেছিলেন। ৫৮ বলে ৮৫ রানের ইনিংস খেলে টিকে ছিলেন প্রায় ম্যাচের শেষ পর্যন্ত।
শেষ দিকে আন্দ্রে রাসেলের ১৪ বলে ২৩ রানের ইনিংসও জেতাতে পারেনি।
লিটনের লড়াইয়ে জল ঢেলে পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে থাকা সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে ১২ রানে।
সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব তিনটি উইকেট তুলে নিয়েছেন।
শুরুতে ব্যাট করে বেনি হাওয়েলের ৩১ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়েছে ১৭৭ রান তুলেছিল সিলেট।
১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা।
আর ১১ ম্যাচে ৪ জয় নিয়ে সাত দলের মধ্যে ছয় নম্বরে আছে সিলেট।