করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওসমানীনগরে আসামী-পুলিশ গোলাগুলি: আহত ৫

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ ফজলুর রহমান: সিলেটের ওসমানীনগরে পুলিশ-আসামি সংঘর্ষে ৪ পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে ধর্ষণ মামলার আসামি খোকন মিয়াও (২৮) আহত হয়েছেন। সে খুলনার বাগেরহাট এলাকার ধননগর এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে।তাঁর বাবা ওসমানীনগর উপজেলার এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করেন। এখানে খোকনও থাকতো।

রোববার দিবাগত রাত দেড় টায় দিকে ওসমানীনগর উপজেলার বড় ইউসুপপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসমানীনগর থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলার আসামি কোকন মিয়া। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আসামির বাবা ও তার কিছু লোকজন আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশের উপর হামলা করে। পরে আমরা শর্টগান দিয়ে ফায়ার করি। এসময় আসামি আহত হয়। আর আমাদের চার পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও বলেন, পরে আহত আসামিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং পুলিশের উপর হামলার ঘটনায় থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ