করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে ম্যালেরিয়া দিবস পালিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় ম্যালেরিয়া প্রবন এলাকা চুনারুঘাট উপজেলা বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।

 

দিবসটি পালন উপলক্ষে ব্র্যাক, সচেতন সাহায্য সংস্থা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে চুনারুঘাটে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

 

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ।

 

বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ নজরুল ইসলাম, ডাঃ রাজীব দেব, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক প্রেমচাদ, সচেতন সাহায্য সংস্থার উপজেলা ম্যানেজার আবুল হোসাইন, স্বাস্থ্য সহকারী আঃ হান্নান।

 

এতে সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
সভায়  বক্তারা জানান, চুনারুঘাট উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রনে সচেতন সাহায্য সংস্থার উদ্যোগে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ৯৩ হাজার কীটনাশকযুক্ত মশারী এবং ৬৫ হাজার ৭শ ৩৯টি মশারী কীটনাশকে চুবিয়ে বিতরণ করা হয়েছে।

 

সচেতন সাহায্য সংস্থার কার্যক্রম শুরুর পর থেকে উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ