করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যাবদি পর্যন্ত আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে আসছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে যুবলীগ অত্যন্ত সুসংগঠিত। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি সজল রায়, সহ সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, গৌতম কুমার রায়, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক শাহীন, শাহ আলম সিদ্দিক, মোঃ বদরুল আলম, মঈন উদ্দিন চৌধুরী সুমন, তাজ উদ্দিন তাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, আব্দুর রকিব রনি, আবু সুফিয়ান, ইকবাল হোসেন খান, ফয়জুর রহমান রবিন, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, বানিয়াচং উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহেব আলী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়া, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান ও সজল খান।

সভার শুরুতেই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ