শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে হিজবুল্লাহ দ্বিতীয় ফ্রন্ট খুললে বৈরুত ও দক্ষিণ লেবাননে ধ্বংসযজ্ঞ চালানো হবে।
নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ যদি সর্বাত্মক যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে তারা নিজের হাত দিয়ে বৈরুত ও দক্ষিণ লেবাননকে গাজা ও খান ইউনিসে পরিণত করবে।
ইসরায়েল-হামাস সংঘাত নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহু ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ‘গাজার সর্বশেষ অগ্রগতি’ নিয়ে কথা বলেছেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে কয়েক সপ্তাহ ধরে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে ইসরায়েলি সেনাদের।
হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলি নৃশংসতা চলমান থাকলে তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।