করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বৃহস্পতিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

করাঙ্গীনিউজ ডেস্ক: বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায়। এরপর একই দিন সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি।

সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এসব কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। দলটির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দিচ্ছে জামায়াতে ইসলামী।

এ বিষয়ে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। এরপর সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

তিনি দাবি করেন, জীবন বাজি রেখে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরে কয়েক দফায় ৪৮ ঘণ্টা করে অবরোধের ডাক দেয় দলটি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ