শনিবার, ১০ মে ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সরকারের রাজস্ব তহবিল হতে শতভাগ বেতন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ।
সোমবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ের সামনে পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আশীষ রায়ের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মলয় ভট্টাচার্য্য, শফিকুল ইসলাম, মহিবুর রহমান আবদুল মমিন, আরব উদ্দিন, রুবেল রেজা, প্রবীর মিত্র, বেগম লাকী খাতুন, রাজীব রায় তপন, মো. ইউসুফ চৌধুরী, সুইটি বেগম, মাসুক মিয়া, জাকির হোসেন ও আনোয়ার হোসেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করেন কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাধবী দে।