রবিবার, ১১ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ভাড়াউড়া রোডের নাহার পেট্রল পাম্পের পার্শ্ববর্তী রাস্তার উপর থেকে তাদের আটক করে।
আটক দুজন হল- কমলগঞ্জ উপজেলাধীন শংকরপুর গ্রামের মো. আমান উল্লাহর ছেলে সুমন মিয়া (২১) ও শ্রীমঙ্গল উপজেলাধীন আউট সিগন্যাল এলাকার মো. জব্বার মিয়ার ছেলে ইব্রাহীম মিয়া (১৬)।
উদ্ধারকৃত মদসহ আটক দুজনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।