শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পল্লীতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামে নিহত ব্যাক্তি উপজেলার লাউড়েরগড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (২৮)।
স্থানীয় সুত্রে জানা যায়- রোববার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই জসিম উদ্দিন (২৪) বড়ভাইকে দাঁ দিয়ে কুপিয়ে গুরত্বর আহত করে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।