শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক:
সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে ভারতে। ধর্মশালায় দু’টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামীকাল আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু সাকিব বাহিনীর। ১০ অক্টোবর এই ভেন্যুতেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ।
ম্যাচ দু’টিকে সামনে রেখে অনুশীলন করছে সাকিব বাহিনী। গতকাল সকালে দলের সঙ্গে যোগ দেন সাকিব। অনুশীলন করেন। অনুশীলন দুপুর ২টা থেকে হলেও টাইগাররা মাঠে প্রবেশ করেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে।
অনুশীলন করলেও মিডিয়ার মুখোমুখি হননি কোনো ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের কেউ।
ধর্মশালায় ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গ্রুপপর্বে ৯ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস, পরিত্যক্ত হয়েছিল আয়ারল্যান্ড ম্যাচ এবং ওমানকে হারিয়েছিল ৮ উইকেটে। সুতরাং ধমর্শালা ভীষণ পরিচিত সাকিবদের কাছে।
প্রতিপক্ষ আফগানিস্তানও পরিচিত। দলটির বিরুদ্ধে কিছুদিন আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। সিরিজ হেরেছিল বাংলাদেশ। অবশ্য শেষ ম্যাচটি জিতেছিল টাইগাররা। এই আত্মবিশ্বাস নিয়ে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, হাশমতউল্লাহ শাহিদীদের বিরুদ্ধে খেলতে নামবে।
গতকাল রানিং, স্ট্রেচিং, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছেন টাইগাররা।