করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানিতে ডুবে তাহিবা আক্তার নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল ৯টায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নের পশ্চিম আশীদ্রোন তিতপুর গ্রামের বাসিন্দা।

সে তিতপুর গ্রামের মো.তছকির মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, শিশুটির বাবা মা সকালে ভাত খাওয়ার সময় মেয়েটিকে  বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখে যান। খাওয়ার পর তাহিবাকে উঠানে না দেখতে পেয়ে খোঁজাখোঁজি করে বাড়ির সামনে পুকুরে মেয়েকে ভেসে থাকতে দেখেন বাবা।

পুকুর থেকে তাকে তুলে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান তেকে এ্যাম্বুলেন্স যোগে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স অশোক নন্দী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন বাচ্চাটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিলো।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ