নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে সহপাঠীর ঘুষিতে মজিদ মিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সে উপজেলার মল্লিকপুর গ্রামের হাফিজ আলীর ছেলে এবং কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক সাইফুর রহমান সায়েম একই গ্রামের আমীর আলী ছেলে।
জানা যায়, মজিদ মিয়া ও তার সহপাঠী সাইফুর রহমান সায়েমের ক্লাসের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিদকে কিল-ঘুষি দিয়ে আঘাত করে সায়েম। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।