শনিবার, ১০ মে ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আজ জিতলেও ফাইনালে যাওয়ার আর কোনো আশা নেই বাংলাদেশের। অপরদিকে, শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারত। তাই আজকের ‘বাংলাদেশ-ভারত’ ম্যাচটি একেবারেই নিয়মরক্ষার ম্যাচ।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নিয়মরক্ষার ম্যাচে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত।
ক্রিকেট ইতিহাস এবং শক্তিমত্তার বিচারে দুই দলের মাঝে ব্যাপক পার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে।
প্রেমাদাসা স্টেডিয়ামে এটি দুই দলের ৪০তম সাক্ষাৎ। আগের ৩৯ লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তাদের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৭ বার।
একটি ম্যাচ হয়েছে বাতিল।
এশিয়া কাপে সব ফরম্যাট মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়েছে ১৪ বার। যেখানে কেবল একবারই জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ২০১২ সালে শচীন টেন্ডুলকারের শততম শতকের ম্যাচে এসেছিল সেই জয়।
তাছাড়া ভারতের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। দুই দলের সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় ৪ এবং ভারতের ৬। ২০১৮ সালের ওয়ানডে এশিয়া কাপে দুই দল খেলেছিল ফাইনাল। শেষ বলে হেরেছিল টাইগাররা।