করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ আজ

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

করাঙ্গীনিউজ: অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে আজ সমাবেশের যে কর্মসূচি বিএনপি দিয়েছে, ঢাকায় তা হবে সোহরাওয়ার্দী উদ্যানে। গতকাল রাতে বিএনপির দফতর থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সারা দেশে মহানগর ও জেলা সদরে যে জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়, তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আজ বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যায় জানানো হয়েছিল, সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ হবে।
স্থান পরিবর্তনের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশটি করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে তা সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়েছে। ’ নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামা বিএনপি শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছিল। সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সমাবেশ করেছিল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ