শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এইচএসসি পরীক্ষায় অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা চলাকালিন সময়ে নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম তাদের বহিষ্কার করা হয়।
ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন- দুইজনই পুরাতন ছাত্র।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উপজেলা যুব উন্নয়ন কর্মকতাকে এই কেন্দ্রের পরির্দশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরীক্ষায় নকল করার দায়ে ২ ছাত্রকে বহিষ্কার করেন।