করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে বাস চাপায় পথচারী নিহত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে বাস চাপায় সিরাজ আলী (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার গরেরগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছ।

নিহত পথচারী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পশ্চিম হাতলিয়া গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ আলী বিভিন্ন গ্রামে ঘুরে চা পাতা বিক্রি করতেন। ঘটনার সময়ে জুড়ী-কুলাউড়া সড়কের গরেরগাঁও আমরতল এলাকায় সড়ক পার হবার সময় একটি বাস তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত আহতাবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ