শনিবার, ১০ মে ২০২৫, ০২:০০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক:
নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সোমবার পার্লামেন্টে বিচারব্যবস্থার সংস্কারজনিত বিলে প্রাথমিক অনুমোদন করেছে। সমালোচকেরা বলছেন, এই সংস্কার বাস্তবায়িত হলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।
বিরোধী দলগুলো বলছে, বিলটি বিচার বিভাগের স্বাধীনতা কমিয়ে দেবে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে সুপ্রিম কোর্ট রাজনীতিবিদদের অধীনস্থ হয়ে পড়বেন।
মঙ্গলবার আইন সংস্কারের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেন গরিয়ান বিমানবন্দরের প্রবেশ পথে বিক্ষুব্ধরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে।
পুলিশ তাদের সরিয়ে দিতে শক্তি প্রয়োগ করে। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ৭৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
এদিকে আইন সংস্কারের প্রতিবাদে রিজার্ভে থাকা ৩০০ এর অধিক ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন না করার শপথ নিয়েছে।