রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে জাতীয় যুব সংহতির আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
গতকাল জেলা যুব সংহতির আহব্বায়ক অ্যাডভোকেট শিবলী খায়েরের স্বাক্ষরিত একটি পত্রে মিরপুর ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচিত সাংগঠিক সম্পাদক লাঙ্গল প্রতিকের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব মো: আজাদ মিয়াকে আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
এ কমিটিতে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পান নুরুল আমিন।
কমিটি ঘোষনার পর থেকে ফেসবুকে ভাইরাল জাতীয় যুব সংহতির আহ্বায়ক আজাদ মিয়া।
জাতীয় পার্টি নেতা দেওয়ান মিয়া বলেন, আজাদ মিয়া ছোট বেলা থেকে লাঙ্গলের মিছিল মিটিংয়ে যেত, শত প্রতিকূলতার পরও এরশাদ ভক্ত আজাদ মিয়া একটুও পিছপা হননি। এ পদ পাওয়া তার যোগ্যতার বহিপ্রকাশ।
দুলাল মিয়া নামের আরেক জাপা নেতা বলেন, আজাদ মিয়া দায়িত্ব পেয়েছেন মানে সংগঠনের প্রাণের সঞ্চার হয়েছে। এ সংগঠনের কাজ অনেকদুর এগিয়ে যাবে।
সফর আলী নামের এক ব্যক্তি বলেন, আজাদ মিয়া লাঙ্গলের এক নিষ্ট কর্মী। লাঙ্গলের কোন নেতা কর্মী তার দোকানের সামনে দিয়ে গেলে কিছু না খেয়ে আসতে পারেন না। তিনি সংগঠন থেকে কিছু না পেলেও তিনি সংগঠনের পিছনে খরচ করেছেন অনেক অর্থ।
সদা হাস্যজ্বল আজাদ মিয়াকে কমিটিতে পেয়ে পুরো জাপা আনন্দে ভাসছে। তাদের একটাই বক্তব্য জেলা যুব সংহতি দলের নেতা বাচাই করতে ভুল করেনি।