করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গণঅধিকারের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ, যা বললেন রেজা কিবরিয়া

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

করাঙ্গীনিউজ:
গণঅধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করেছে সদস্যসচিব নুরুল হক নুরের অনুসারীরা। সোমবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্ত অবৈধ বলে মন্তব্য করেছেন আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

সোমবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার বিষয়টি জানিয়েছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্যসচিব নুরুল হক নুর।

এতে বলায় সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এ সিদ্ধান্তের ব্যাপারে ড. রেজা কিবরিয়া বলেন, ‘নুরের বৈঠক ও সিদ্ধান্ত অবৈধ। গণঅধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে। দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গেই থাকবেন। দুই-চারজন নুরের সঙ্গে থাকতে পারে।’

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ