শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া ) :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ খেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৬ জুন) বিকাল সাড়ে ৩টায় লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় চাপরতলা ইউনিয়ন দলকে (বালক) ১-০ গোলে হারিয়ে নাসিরনগর সদর ইউনিয়ন দল জয়ী হয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোনাব্বর হোসেন,থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি)হাবিবুল্লাহ সরকার,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামিল ফোরকান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লতিফ হোসেন,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইঁয়া,প্রধান শিক্ষক আবদুর রহিমসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন জনপ্রিয় খেলা ফুটবল বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এখন ফুটবল আবার গ্রাম গঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। শিশুদের ক্রীড়ামূখী করতে এ সরকার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে। আমাদের নতুন প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে।