করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিয়ানীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট জেলার বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিসবাহ উদ্দিন নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

রোববার ভোর রাতে উপজেলার শেওলা ব্রিজের দক্ষিণ পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শঙ্কর জানান, ভোর রাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিসবাহকে শেওলা এলাকা থেকে আটক করা হয়। তাকে নিয়ে যাওয়ার পথে শেওলা ব্রিজ এলাকায় মিসবার সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এ সময় ডাকাত দলের সাথে পুলিশ বন্দুকযুদ্ধে মিসবাহ গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৫-৬জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মিসবাহের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ