করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

১০ দফা দাবিতে ১২ দলীয় বিক্ষোভ আজ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩

করাঙ্গীনিউজ:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিএনপির সমমনা ১২ দলীয় জোট।

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবেন তারা। জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এতথ্য জানান।

এহসানুল হুদা বলেন, ১২ দলীয় জোটের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলন, মিছিলটি বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন সড়কের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও একই জায়গায় গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ