করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সহজ হয়েছে প্রশ্ন, প্রথম দিনের পরীক্ষা শেষে উৎফুল্ল পরীক্ষার্থীরা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

করাঙ্গীনিউজ: শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সহজ হওয়ায় উৎফুল্ল পরীক্ষার্থীরা।

রোববার (৩০ এপ্রিল) হবিগঞ্জের মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, পরীক্ষা শেষে উৎফুল্ল মনে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন খুব একটা কঠিন না হওয়ায় স্বস্তিতেই পরীক্ষা দিয়েছেন তারা।

মিরপুর পাইলট স্কুলএন্ড কলেজ এর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সুরাইয়া চৌধুরী বলেন, প্রশ্নের মান খুবই ভালো হয়েছে। পরীক্ষাও ভালো দিয়েছি।
পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় ভয় ছিল। এখন আর নেই। অন্যান্য সময় ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়। এবার এপ্রিলের শেষ হওয়া দুই মাস বেশি সময় পেয়েছি প্রস্তুতি নেওয়ার। ৩০ মার্কের এমসিকিউ পরীক্ষার ২৯ পাব,একটা প্রশ্ন নিয়ে কনফিউজ এ আছি।

একই বিদ্যালয়ের পরীক্ষার্থী রিক্তা আক্তার বলেন, পরীক্ষার প্রস্তুতির জন্য সময় কম পেলেও প্রস্তুতি ভালোই আছে। প্রথম দিনের পরীক্ষাও ভালো হয়েছে। কেন্দ্রে ঢোকার আগে ভয় ভয় লাগছিল। এখন উৎফুল্ল লাগছে।

সানশাইন মডেল হাই স্কুল এর পরীক্ষার্থী সাবিকুন্নাহার অর্পি বলেন, পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়েছে। কেন্দ্রে আসন খুঁজে পেতেও কোনো সমস্যা হয়নি। এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ায় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তাও ভয় নেই। কারণ পড়লে সময় কম থাকুক আর বেশি, প্রশ্ন সহজ হোক বা কঠিন, সব পারা যায়।

একই স্কুলের পরীক্ষার্থী তাহমিনা প্রমি বলেন, বাংলা প্রথম পত্র প্রশ্ন সহজ হয়েছে। পরীক্ষাও ভালো হয়েছে। অন্যান্য পরীক্ষার প্রস্তুতিও ভালো আছে। তবে গণিত নিয়ে একটু ভয়ে আছি। আশা করি সেটাও ভালো হবে।

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা দিতে আসা মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী আলী আজগর বাবু বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে ভয়ে ছিলাম। তবে এখন ভয় কেটে গেছে। পরীক্ষা ভালো হয়েছে।

এদিকে সকালে পরীক্ষার্থীরা এ কেন্দ্রে প্রবেশর পর থেকে উদ্বিগ্ন মনে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। তাদের চোখে মুখে চিন্তার ভাব ছিল। প্রশ্ন সহজ হওয়ায় ও পরীক্ষা ভালো হওয়ায় তাদেরও উৎফুল্ল দেখা গেছে।

কেন্দ্রে থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন সিনিয়র সাংবাদিক Humayun Kabir । তিনি বলেন, মেয়ের প্রস্তুতি খুবই ভালো। প্রথম দিনের পরীক্ষাও ভালো হয়েছে। সবকিছুর উত্তর দিয়ে এসেছে।

বোন মরিয়মকে নিতে এসেছিলেন মমিনা খাতুন। তিনি বলেন, প্রস্তিত নিতে কোনো সমস্যা হয়নি। পর্যাপ্ত সময় পাওয়া গেছে। পরীক্ষাও ভালো হবে।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। আড়াই ঘণ্টা তত্ত্বীয় ও ৩০ মিনিটের বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা।

এদিকে সকালে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শে আসেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।

রোববার (৩০ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষায়য় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও থাকবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ