রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
গত ১৯ এপ্রিল ২০২৩ ইং রোজ বুধবার বাহুবল উপজেলা কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক ও জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা এবং জেলা সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ এর যৌথ স্বাক্ষরে, উক্ত কমিটিতে শেখ সোহেল আহমেদকে সভপতি, ১নং স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জুল হক রাহিনকে সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ মোঃ কামরুল হাসান সাদিককে সহ-সভাপতি, মোঃ সাইফুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক, মোঃ আবু তালিব মোতালিবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মাহফুজুর রহমান এনামকে সাংগঠনিক সম্পাদক, সৈয়দ আফজাজুল ইসলাম মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং পরবর্তী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক এবং সাংগঠনিক এলাকার আহবায়ক এস কে শাহীন ও সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক এবং সাংগঠনিক এলাকার সদস্য সচিব সামাল হোসেন সহ জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর বাহুবল উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা হল রুমে অনুষ্টিত হয়।
উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক মোঃ নুরুল ইসলাম নুরের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব শেখ সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন লিয়াকত, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মখলিছুর রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস.কে শাহিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সামাল হোসেন প্রমুখ।