• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রমজানে গুনাহ মাফ হয়

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ইসলাম ডেস্ক:
হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান, তার মধ্যবর্তী সময়ের জন্য পাপমোচনকারী হবে যদি কবিরা গুনাহ হতে বেঁচে থাকে। ’ (সহিহ মুসলিম, হাদিস : ২৩৩)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানবিক দুর্বলতার জন্য মানুষ ভুল করে, পাপে লিপ্ত হয়। শয়তান ও প্রবৃত্তি তাকে পাপের প্রতি উদ্বুদ্ধ করে।
আর আল্লাহ বান্দার প্রতি দয়াশীল হয়ে এমন কিছু উপায় বলে দিয়েছেন, যার মাধ্যমে সে ভুল-ত্রুটি ও পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যেমন যথাযথভাবে ইবাদত করা। আলোচ্য হাদিসে আল্লাহর রাসুল (সা.) এমন তিনটি আমলের কথা বলেছেন। হাদিসের বর্ণনা মতে, কোনো ব্যক্তি রোজার বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো রক্ষা করে রোজা রাখলে আল্লাহ তাঁর অতীতের ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন।
আর কবিরা গুনাহের জন্য তাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ