শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের বাৎসরিক অরণ্য ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ ) সকালে বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ের সম্মুখে সাংবাদিকরা একত্রিত হয়ে তিনটি মাইক্রোবাস যোগে বনভোজন স্পটে যান। সেখানে গিয়ে ক্যামেরায় ও মোবাইল ফোনে ছবি এবং ভিডিও ধারণ করে আনন্দ উল্লাসে সময় কাটান।
সকাল ১০ টায় উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয় সম্মুখ থেকে তিনটি মাইক্রোবাস যোগে রওয়ানা হয়ে ১২টায় বাগান বিলাস রিসোর্ট নির্ধারীত বনভোজন স্পটে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে প্রথমে তাঁরা ছোটছোট বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিছু সময় ঘুরাঘুরি করেন এবং ফটোসেশান করেন। পরে সবাই বিরিয়ানি খেয়ে যাত্রা শুরু হয় লেমন গার্ডেন রিপোর্টে। পরবর্তীতে পানশী রেস্টুরেন্টে যাত্রা বিরতির পর শ্রীমঙ্গল বধ্যভূমিতে যাওয়া হয়।
বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ আর হারিছের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহা নিরু,মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, প্রবাসী রহমত আলী মুন্না ও এখলাছুর রহমান শান্ত, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ তুহিন আহমেদ,কিশোলয় জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জামাল আহমেদ শাকিব, মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদ মিয়া, কিশোলয় জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জামাল আহমেদ শাকিব,রিলেশন এনজিও সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিজিল মিয়া। পরিকল্পনা সহকারী আব্দুল্লাহ মিয়া ও মডেল আক্তার হোসেন।
প্রকৃতির রূপের পরিবর্তে চোখের সামনে প্রতিনিয়ত দেখি আবর্জনার স্তূপ; নাকে লাগে পোড়া পিচের গঁন্ধ! চারিদিকে শুধু ব্যস্ততার হাতছানি। শত ব্যস্ততার মাঝে মন চায় একটু আনন্দ। তাই সক্রিয় সাংবাদিকদের সংগঠন উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মৌলভীবাজার জেলার বাগান বিলাস রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট ও শ্রীমঙ্গল বধ্যভূমিতে বার্ষিক বনভোজনে গিয়ে কর্মব্যস্ত সাংবাদিকরা মিলে আনন্দ উল্লাস করো কাটিয়ে দেয় সারাটি দিন। কেউ কেউ আবার নিউজের জন্য ছবি তোলে, ভিডিও ধারণ করেন। কেউবা আবার বিভিন্ন তথ্যাদী সংগ্রহ করে মোবাইলে সংরক্ষণ করেন। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতার মাধ্যমে উপহার তুলে দিয়ে সমাপ্তি হয় বনভোজনের।
এসময় উপস্থিত ছিলেন জুবায়ের আহমেদ ( দৈনিক আমার সংবাদ), নাজমুল ইসলাম হৃদয় ( দৈনিক মানবকণ্ঠ) সাদিকুর রহমান ( দৈনিক খোলা কাগজ) , টিপু সুলতান ( দৈনিক কাল বেলা), হুমায়ূন কবির ( দৈনিক যায়যায়দিন) , সহ প্রমুখ।
উক্ত বনভোজনের অনুষ্ঠানে এস এম টিপু সুলতান কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত দৈনিক খোলা চোখ পত্রিকার সৌজন্য সাংবাদিকদের মাঝে টি শার্ট প্রদান করেছেন। পরে অতিথিসহ ক্লাবের সকল সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।