করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ট্রাভেলস ব্যবসায়ী মখলিছুর রহমানের বিরুদ্ধে প্রতারণা মামলা!

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

আলফা বেগম, বাহুবল প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে ট্রাভেলস ব্যবসায়ী মখলিছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ব্যবসায়ী মখলিছুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গকুলপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মখলিছুর রহমান দীর্ঘদিন যাবত বাহুবল মাদ্রাসা মার্কেটে আকাশ ট্রাভেলস্ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠিয়ে প্রতারণা করে আসছেন। মখলিছুর রহমান ট্রাভেলস্ ব্যবসা শুরু করার পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়না কেউ।

মখলিছুর রহমান গেল বছরের ২২ সেপ্টেম্বর উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আশ্বব উল্লাহ,র ছেলে মোঃ নানু মিয়াকে ২ লক্ষ ৭০ হাজার টাকা চুক্তির মাধ্যমে(১২০) রিয়াল মাসিক বেতন সাব্যস্ত করে ওমান প্রবাসে পাঠান। নানু মিয়া ওমান পৌছার পর একজন বাংলাদেশী এসে তাকে নিয়ে ওমানের মরুভূমির একটি ঘরে রেখে আসে।এ অবস্থায় নানু মিয়া মরুভূমিতে অনাহারে কয়েক সাপ্তাহ অতিবাহিত করেন।কিন্তু নানু মিয়া সেখানে কয়েক সাপ্তাহ অবস্থান করলেও তাকে কোন কাম কাজ ও খাবার দেয়া হয়নি।এমতাবস্থায় নানু মিয়া হতাশাগ্রস্ত হয়ে ট্রাভেলস্ ব্যবসায়ী মখলিছুর রহমানকে একাধিক ফোন করলেও কোন ফোন রিসিভ হয়নি। এরইমধ্যে গত ১২ অক্টোবর(২০২২) গভীর রাতে হঠাৎ করে ট্রাভেলস্ ব্যবসায়ী মখলিছুর রহমানের কথামতো একজন বাঙালী ও দু’জন ওমানী লোক মিলে নানু মিয়াকে একটি বাসায় কাজ দেয়ার কথা বলে এয়ারপোর্টে নিয়ে যান।এসময় ওই বাঙালী ও দু’জন ওমানী লোক অতি সু-কৌশলে নানু মিয়ার সকল কাগজপত্র ইমিগ্রেশন অফিসে জমা দিয়ে তাকে ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেন। ক্ষতিগ্রস্ত নানু মিয়া দেশে আসার পর গত ১৫ অক্টোবর তার লোকজনকে সাথে নিয়ে বাহুবল মাদ্রাসা মার্কেট মখলিছুর রহমানের মালিকানাধীন আকাশ ট্রাভেলসে্ গিয়ে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জানতে চাইলে মখলিছুর রহমান উত্তেজিত হয়ে নানু মিয়া ও তার লোকজনের সাথে খারাপ আচরণ ও বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ও অসহায় নানু মিয়া দাবী হয়ে মখলিছুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৯ এ প্রতারণা ও প্রাণনাশের হুমকি অভিযোগে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। বাহুবল মডেল থানার এস আই জসিম উদ্দিন মামলাটি গোপনে ও প্রকাশ্য দীর্ঘ সময় তদন্ত করে গত ১০ ফেব্রুয়ারী মখলিছুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল সহ বিভিন্ন প্রেশী পেশার মানুষ।
বাহুবল মডেল থানার এস আই জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ