শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২০২৩/২০২৪ নির্বাচনে নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর সঞ্চালনায় প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্টিত হয়। অনুষ্টানে সংগঠনের পূর্বের কমিটির বিদায়ী অর্থ-সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ নব-নির্বাচিত কমিটির অথর্-সম্পাদক মো: এহসানুল হক এর নিকঠ সংগঠনের বিগত সময়ের আয়-ব্যয় সহ যাবতীয় হিসাব হস্তান্তর করেন। এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপঙ্কও ভট্রাচার্য লিটন, সহ-সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, সহ-সম্পাদক (দপ্তর) এম.মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- বিশ্বজিৎ ভট্রাচার্য বাপন, কার্যকারী পরিষদের সদস্য শাকির আহমদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব। এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, মো: রুবেল আহমদ, কাজী গোলাম কিবরিয়া, অরবিন্দ দেব, মিছবাহ উদ্দিন জুবায়ের ও সামসুল ইসলাম শামীম প্রমূখ।