• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিপিএলে মুশফিকের পাশে সাকিব

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

ক্রীড়া ডেস্ক:
বিপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার বিবেচনায় মুশফিকুর রহিমের পাশে বসলেন সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে দু’জনই সমান ৮৪টি করে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩৩তম ম্যাচে খুলনার টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে টস করতে নেমেই মুশফিকের পাশে নিজের নাম লেখান সাকিব।

বিপিএলে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫৪টি জয়, ৩০টি পরাজয়ের রেকর্ড সাকিবের।
জয়ের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ। এক্ষেত্রে সাকিবের চেয়ে পিছিয়ে মুশফিক।

অধিনায়ক হিসেবে মুশফিক ৮৪ ম্যাচের মধ্যে ৪২টি জয় পেয়েছেন, পরাজিত হয়েছেন ৪১ ম্যাচে। ১টি টাই।
জয়ের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ৯৬ ম্যাচে ৬২টি জয়, ৩৪টি হার আছে মাশরাফির। জয়ের হার ৬৪ দশমিক ৫৮শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ