পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। সবুজের নিসর্গে ভরা অসংখ্য পর্যটন স্থান সমূহের মাঝে আকর্ষণীয় হয়ে উঠেছে বধ্যভূমি ৭১।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিতে ২০১০ সালে স্মৃতিস্তম্ভ নির্মাণের পর থেকে দর্শনার্থীদের ভীড় উপচে পড়ছে। শ্রীমঙ্গল উপজেলার ‘বধ্যভূমি ৭১’ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে
এখানে সকল বয়সের পর্যটকদের আগমনে মিলন মেলায় পরিনত হয় বধ্যভূমি এলাকা। শ্রীমঙ্গলে শহরের ভানুগাছ সড়কে বিজিবি’র সেক্টর হেড কোয়ার্টার সংলগ্ন বটকুঞ্জের নিচ দিয়ে প্রবাহিত ভুরভুরিয়া ছড়ার পাশে এর অবস্থান। সম্প্রতি এখানে পর্যটকদের সুবিধার্থে নির্মিত হয়েছে ‘সীমান্ত ৭১ ফ্রেশ কর্নার’সহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী ৭১’ ও শহীদদের নামের তালিকার প্রদর্শনী।
২০১০ সালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ ও একাত্তরের স্মৃতি বিজড়িত বধ্যভূমিটি দেখতে দর্শনার্থী আসতে থাকেন এখানে।
বধ্যভূমি এলাকার সৌন্দর্য বর্ধনে অনেক কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দেশী বিদেশী পর্যটকদের আগমনে মুখরিত থাকে সর্বক্ষন। বিশেষ করে ছুটির দিনে স্কুল কলেজের শিক্ষার্থীরা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আনন্দ আর উচ্ছ্বাসে সারাদিন তাদের কাটে। আর সেলফি ও ছবি তুলে স্মৃতি ধরে রাখতে কেউ যেন ভুলেন না। ছড়ার উপর ঝুলন্ত সেতু, স্বচ্ছ জলোচ্ছ্বাস, বসায় স্থান, স্মৃতিস্তম্ভ সব কিছু মিলে পর্যটকদের দৃষ্টি আর্কষণ করেছে।