করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিশ্বনাথে গাঁজাসহ অটোরিক্সা জব্দ: আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের বহুল আলোচিত সেই তবারক আলীর স্ত্রী সাবিনা বেগমের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিক্সা (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) জব্দ করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্বনাথ-লামাকাজী সড়কের ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামন থেকে থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ গাড়িটি জব্দ করে।

এসময় উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাজী আরিছ আলীর পুত্র ফয়ছল আহমদ (৩৫) ও মনোহরপুর গ্রামের মৃত আবদুন নূরের পুত্র সিএনজি চালক গফুর আলী (২২)’কে গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাদার মাদক ব্যবসায়ী ও ওসমানীনগর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার অভিযুক্ত  ফয়ছল সোমবার তার পার্শ্ববর্তী পাঠাকইন (পাঁচঘরি) গ্রামের তবারক আলীর স্ত্রী সাবিনা বেগমের মালিকানাধীন অটোরিকশা (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) যোগে প্রায় আধাকেজি গাঁজা নিয়ে লামাকাজী থেকে বিশ্বনাথ আসার পথিমধ্যে গোপনে সংবাদের ভিত্তিতে থানার থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে থেকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়ছল আহমদ ও অটোরিক্সা চালক গফুর আলীকে আটক করে।

আধাকেজি গাঁজাসহ ফয়ছল ও গফুরকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা বলেন, তাদের ব্যবহৃত অটোরিক্সাটি (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, পুলিশের জব্দ করে অটোরিক্সার (সুনামগঞ্জ-থ ১১-২০৬৭) মালিক সাবিনা বেগম ও তার স্বামী তবারক আলীর বিরুদ্ধেও মাদ্রক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাঠাকইন (পাঁচঘরি) গ্রামের মরহুম আলকাছ আলীর পুত্র তবারক আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা ও জিডি রয়েছে বলেও জানা গেছে।

এছাড়া বর্তমানে তবারক আলী এলাকায় একজন দানবীরের খেতাব পেলেও মাদকের জগতে তার (তবারক) পরিচিতি রয়েছে ‘ইয়াবা সুমন’ নামে। তাছাড়া ২০১১ সালের ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে একাধিক চুরির মামলায় বিশ্বনাথ থানায় দুই দিনের রিমান্ডে আসা তবারক আলী ২৫ নভেম্বর বিকেল ৩টার দিকে জেলহাজতের তালা খোলা থাকায় পালিয়ে যায়। অবশ্য পালিয়ে যাওয়ার ৭ ঘন্টার পর আবারও পুলিশ তবারককে গ্রেপ্তার করে। তবে সেসময় তবারক পালিয়ে যাওয়ার কারণে থানা পুলিশের দুই সদস্য ক্লোজ হয়ে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ