• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

‘তিন তারকা’ জার্সি পরে কবে খেলবে আর্জেন্টিনা?

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক,:
আর্জেন্টিনার জার্সিতে শোভা পাচ্ছে তিন তারকা। ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর উদযাপনের মঞ্চেই এই দৃশ্যের দেখা মিলেছিল। জার্সিতে ‘তিন তারকা’ নিয়েই উৎসবে মেতেছিলেন লিওনেল মেসিরা।

সেই উৎসব শেষে বিশ্বকাপজয়ীরা যার যার ক্লাবে ফিরে গেছেন।
ফলে আনুষ্ঠানিকভাবে এখনও ‘তিন তারকা’ জার্সি পরে মাঠে নামেনি আলবিসেলেস্তেরা। এবার সেই আক্ষেপ মিটছে। আগামী মার্চেই ঘরের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মার্চের শেষদিকে ফের মাঠে নামবে মেসিবাহিনী।
এর একটি ম্যাচ হবে মনুমেন্টাল স্টেডিয়াম এবং অন্যটি হতে পারে রিভার প্লেটের মাঠে। প্রায় এক বছরের বেশি সময় ধরে রিভারের মাঠে খেলেনি আর্জেন্টিনা দল। সর্বশেষ ২০২১ সালের ১৪ অক্টোবর পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ