করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় উত্তম কুমার দাস (৩০) নামে এক যুবক মারা গেছেন।

রোববার (২৫ আগস্ট) মধ্যরাতে সিলেট সদর উপজেলার ঘোপাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার দাস সুনামগঞ্জের দিরাই উপজেলার গোপালপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই যুবক। পথিমধ্যে ঘোপাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ