রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
দুঃশাসন, গণতান্ত্রিক অধিকার হরণ রুখে দাড়াও, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার গণসংগ্রাম জোরদার করুন, নিত্যপণ্যের দাম কমাও, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু কর। উল্লেখিত দাবিতে সপ্তাহ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৪ জানুয়ারী শনিবার বিকাল ৪টায় মোতালিব চত্বর, সন্ধ্যা ৬টায় লুকড়া বাজারে জেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে দাম কমাও, জান বাচাও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি প্রবাসী কাসেম আলী, জেলা সিপিবির সিনিয়র নেতা চৌধুরী মহিবুন্নূর ইমরান, মোঃ আহাদ মিয়া, ঝন্টু সরকার, শ্রমিক নেতা মোঃ মঞ্জিল মিয়া, অবিনাস সরকার, রঞ্জন কুমার রায়, মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। শ্রমজীবী গরীব মানুষের রেশনের ব্যবস্থা করতে সরকার ব্যর্থ। দেশের ৯০ ভাগ মানুষের আয়ের সাথে ব্যয় মিলাতে পারছে না। অথচ সরকার উন্নয়নের গল্প শুনাচ্ছে। দেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। স্বৈরাচারী কায়দায় সরকার দেশ চালাচ্ছে। তাই ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রমজীবী, মেহনতি, গরীব মানুষদের ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে আন্দোলনে নেমে আসার আহবান জানান।