• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক:
ওমানকে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শুটআউটে ৭-৬ গোলে হারিয়েছে ওমানকে।

সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। খেলার দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।
৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।

তাতেও ৩-৩ সমতা হয়। পাঁচ শুটআউটের মধ্যে দুই দলই তিনটি করে গোল করে।
ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলই পাল্লা দিয়ে গোল করছিল। একপর্যায়ে বাংলাদেশ টানা চার গোল করলেও স্বাগতিক ওমানের তালাল বাইত গোল মিস করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ওমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এএইচএফ কাপের অনূর্ধ্ব-২১ শিরোপা ঘরে তুলল কোচ মামুনুর রশীদের শিষ্যরা।

এর আগে, ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ