করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে আ’লীগের সভায় পানি ভেবে আ’লীগ নেতার বিষপান

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

এফ আর হারিছ, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের পরামর্শ সভায় পানি ভেবে আওয়ামীলীগ নেতার বিষ পানের খবর পাওয়া গেছে।

পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ তারা মিয়াকে সম্প্রতি একটি বিষয় নিয়ে তার স্বপদ থেকে বহিস্কার করা প্রসঙ্গে আজ শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুটিজুরী ইউনিয়ন অফিসে এক পরামর্শ সভার আহবান করা হয়।

উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, তাঁতী লীগ হবিগঞ্জ জেলা সভাপতি ও পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, মোঃ মৌলদ হুসেন, শুকুর খা, সানু মিয়া সহ আওয়ামীলীগ এর ইউনিয়ন নেতৃবৃন্দ।

সভার এক পর্যায়ে পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার মোঃ শুকুর খা অফিসে রাখা বোতল থেকে পানি পান করে অজ্ঞান হয়ে পড়েন। তার এ অবস্থা দেখে উপস্থিত সদস্যরা দেখেন- পানির বোতলে বিষ রাখা হয়েছে, যা পানি মনে করে তিনি পান করে ফেলছেন।

সাথে সাথে শুকুর খা কে বাহুবল হাসপাতালে প্রেরন করা হলে সেখানে তাহার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়।

একটি সূত্রে জানা যায়, পুটিজুরী ইউনিয়ন পরিষদের দফাদার বসির মিয়া আওয়ামীগ নের্তৃবৃন্দের জন্য ৪ বোতল পানি টিউবওয়েল থেকে ভর্তি করে পান- সুপারি কিনার জন্য অফিস থেকে বের হয়ে গেলে কে বা কারা এক বোতল পানি সরিয়ে বিষ ভর্তি বুতল থেকে রেখে যায়, আর পানি ভেবে এ বোতলের বিষ পান করে অজ্ঞান হয়ে পড়েন শুকুর খা।

এ বিষয়ে তাঁতী লীগের জেলা সভাপতি মুদ্দত আলী জানান, ঘটনাটি যারাই করেছে খুব পরিকল্পিত ভাবে করেছে। এখানে আওয়ামীলীগ নের্তৃবৃন্দের কাউকে হত্যার উদ্যেশেই বিষ রাখা হয়েছিল। তাই বিষয়টি তারা ভালভাবে তদন্ত করে আসল ঘটনা বের করার চেষ্টা করবেন বলে জানান তিনি। তবে দফাদার বসির মিয়ার কোনো ভূলে নাকি পরিকল্পিত ঘটনা তা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ