করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলু’র মৃত্যুবার্ষিকী পালিত

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বানিয়াচং প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক ফজল উল্লাহ খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ আবুল মনসুর তুহিন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর ও হাফেজ জহির উদ্দিন সোহেল প্রমুখ।

বক্তাগণ বলেন, সাংবাদিক আখলাক হোসেন খান খেলু ছিলেন, একজন নির্মোহ চিত্তের দেশপ্রেমিক সাংবাদিক। তিনি  মফস্বলে থেকেও জাতীয় দৈনিকসমূহে নিয়মিত কলাম লিখেছেন। তাঁর ক্ষুরধার লেখনীতে ফুটে উঠতো হাওরাঞ্চল মানুষের হাসি-কান্নার বাস্তবচিত্র। নতুন প্রজন্মের সাংবাদিকগণকে আখলাক হোসেন খান খেলুর জীবনী চর্চা করতে হবে।

পরে বানিয়াচং প্রেসক্লাবের প্রয়াত সভাপতি হাফেজ সিদ্দিক আহমদ এর সহধর্মিণী ও হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীর সদ্য প্রয়াত মাতার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ