1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
যে কারণে আ.লীগের সম্মেলনে যাননি বিএনপির নেতারা - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৪ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

যে কারণে আ.লীগের সম্মেলনে যাননি বিএনপির নেতারা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

করাঙ্গীনিউজ:
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিভিন্ন দল, জোট ও শরিক দলের নেতারা। সেখানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু।

ওই কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে সারাদেশে বিএনপির পূর্বঘোষিত ‘বিএনপি যুগপৎ গণমিছিল’ এর কারণে তারা সেখানে উপস্থিত হতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, গণমিছিলে প্রধান অতিথি হিসেবে খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে সেখানে গিয়েছেন। আর আব্দুল মঈন খান গিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি মিছিলে অংশ নিতে।এছাড়া নজরুল ইসলাম খান কুমিল্লা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে গিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্দিষ্ট করে তিনজনকে আমন্ত্রণ জানিয়েছিল।তাই বিএনপির পক্ষ থেকে অন্য কোনো নেতা যাবেন কি না আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
x