করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

অস্ট্রেলিয়ার কাছে ৪১৯ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

স্পোটস ডেস্ক:
দ্বিতীয় টেস্টে জয়ের জন্য লক্ষ্য ছিল ৪৯৭ রান। কিন্তু ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। রবিবার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের স্বাদ দিলো অসিরা। এতে অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতে জিতল।

জয়ের লক্ষ্যে মাঠে নেমে আগের দিন শনিবার ৩৮ রানে চলে গিয়েছিল ৪ উইকেট। দেখার ছিল বাকি ৬ উইকেট নিয়ে আর কতটা এগোতে পারে দলটি। কিন্তু রবিবার অ্যাডিলেডে চতুর্থ দিনে দুই ঘণ্টাও টিকতে পারেননি ক্যারিবীয়রা।

রবিবার সকালে তৃতীয় ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডেভন টমাস।
টিকতে পারেননি জেসন হোল্ডারও। বোল্ড হন স্টার্কের বলে। ৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর অলআউট হওয়াটা সময়ের ব্যাপারই ছিল।

পরে নাথান লায়ন আর মাইকেল নেসেরদের স্পিন-পেসে টেল এন্ডাররা টিকেছেন আর ঘণ্টাখানেক।
দিনের সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। সফরকারীদের ৭৭ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৪১৯ রানের বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন স্টার্ক, নেসের ও স্কট বোল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস : ৫১১/৭ ডিক্লে.

দ্বিতীয় ইনিংস : ১৯৯/৬ ডিক্লে.

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস : ২১৪

দ্বিতীয় ইনিংস : ৭৭

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ